দুই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ডজনখানেক ভুয়া পাসপোর্ট উদ্ধার করেছে দিল্লি পুলিশ
- আপডেট সময় : ০২:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দুই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ডজনখানেক ভুয়া পাসপোর্ট উদ্ধার করেছে ভারতের দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের জাল রাবার স্ট্যাম্পও পাওয়া গেছে। গতকাল দিল্লির দ্বারকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।
দ্বারকার ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ৭৬তম স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে রুটিনমাফিক তল্লাশি চলছিল। সে সময় রামপাল চক এলাকায় অভিযানের সময় এক বাড়ি থেকে মহম্মদ মুস্তাফা এবং মহম্মদ হুসেন শেখ নামে দু’জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১টি ভুয়া পাসপোর্টসহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় এবং নোটারির জাল রাবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়। পাসপোর্টগুলো বাংলাদেশের বিভিন্ন নাগরিকের নামে তৈরি। জাল স্ট্যাম্পগুলো কী ভাবে এল, তার কোন সদুত্তর দিতে পারেনি আটক দুজন। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ ধারায় মামলা করা হয়েছে।