দুই ভাই এনামুল হক ও রুপন ভূঁইয়ার জামিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট
- আপডেট সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ও রুপন ভূঁইয়ার জামিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট ।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এনামুল গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি। তার ভাই রুপন একই কমিটির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক। গত বছরের ২৩ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক। ওই মামলায় জামিন চেয়ে গত ১৫ জুন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিফল হন এনামুল ও রুপন। পরে গত মাসে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন এনামুল ও রুপন। প্রাথমিক শুনানি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট এনামুল ও রুপনের জামিন প্রশ্নে রুল দেন। এনামুল ও রুপনের বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসার অভিযোগ রয়েছে। তারা মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা। স্থানীয়ভাবেও তারা জুয়াড়ি পরিবারের সদস্য হিসেবে চিহ্নিত। অবৈধ ক্যাসিনো ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তারা।