দুই শিশুকে সঙ্গে নিয়ে জাপানি মায়ের বিদেশে যাওয়ার অনুমতির আবেদন খারিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার জন্য অনুমতি চেয়ে জাপানি নাগরিক নাকানো এরিকোর করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে ঢাকার পারিবারিক আদালতে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর হেফাজতে থাকবে বলে আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পারিবারিক আদালতে থাকা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেয় আপিল বিভাগ। এর আগে এরিকোর করা আবেদনের ওপর ৭ ফেব্রুয়ারি শুনানি শেষে আপিল বিভাগ ১৩ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন নির্ধারণ করে। তারই ধারাবাহিকতায় ওইদিন বিষয়টি আদেশ দেন আদালত।