দু:খ যেন নিত্য সঙ্গি সাতক্ষীরার শ্যামনগরের হাজারো মানুষের
- আপডেট সময় : ০২:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দু:খ যেন নিত্য সঙ্গি সাতক্ষীরার শ্যামনগরের হাজারো মানুষের। গেলো কয়েক বছরে সিডর,আইলা, ফনি, বুলবুল, আম্পান এ অঞ্চলের মানুষের জন্য অভিশাপ বয়ে এনেছে। বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে অর্ধেকেরও বেশী এলাকা। সেই ক্ষতিগ্রস্ত বাঁধ দফায় দফায় সংস্কার হলেও দু:খ যেন কাটছেই না। প্রতিবছরের প্রাকৃতিক দূর্যোগ আরো ক্ষতির মুখে ফেলছে এ অঞ্চলের মানুষদের।
শ্যামনগর উপজেলায় মোট বেড়িবাঁধ ১৯০ কিলোমিটার। এর মধ্যে ঝূকিপূর্ণ মাত্র ১৭ কিলোমিটার। প্রতিবছর ঝূকিপূর্ণ এসব পয়েন্ট ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে। টেকশই বেড়িবাঁধ না হওয়ায় চরম আতংকে দিনকাটে উপকূলীয় মানুষদের। স্থানীয়রা জানিয়েছেন, প্রাকৃতিক দূর্যোগ তাদের নিত্য সঙ্গী। স্থানীয় চিংড়িঘের মালিকরা বেড়িবাঁধ কেটে পানির পাম্প বসিয়ে নিজদের চিংড়ি ঘের রক্ষার চেস্টা করছে।
সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্থ বেড়িবাধ সংস্কারে অনেকটাই খুশি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মানই এ এলাকার মানুষের বাঁচা মরার লড়াই।
বেড়িবাঁধ সঠিক ভাবে নির্মাননের দাবি জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা। একহাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদিত হয়েছে- খুব দ্রুত কাজ শুরু হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। দুর্নীতি মুক্ত থেকে স্থায়ী বাঁধ নির্মাণ হবে এমন আশায় বুক বাঁধছে উপকূলীয় বাসী।