দুদকের ফাঁদে পা দিয়ে ১০লাখ টাকাসহ ধরা পড়ল রাজশাহীর উপ-কর কমিশনার
- আপডেট সময় : ০৫:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে কর কমিশনারের কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এ সময় কর অফিসের লোকজনের সঙ্গে দুদক কর্মীদের ধস্তাধস্তিতে চারজন আহত হন। দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
পরে বিকেল ৩টার দিকে তাকে রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে মামলা হবে। মামলা হলে তাকে এই অভিযোগে গ্রেপ্তার দেখানো হবে।
রাজশাহীর গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে মামলার ভয় দেখিয়ে ৬০ লাখ ঘুষ দাবি করেন, রাজশাহী উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়া। অভিযোগ পেয়ে তাকে ধরতে ফাঁদ পাতে দুদক। মঙ্গলবার রাজশাহী কর অফিসে আচমকা হানা দেয় দুদক টিম।
তারা মহিবুলের কক্ষের দরজা লাগিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় মহিবুল চেঁচামেচি শুরু করলে কর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে থেকে দরজা ভেঙে প্রবেশ করেন। এসময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
প্রায় ৩ ঘণ্টার অভিযানে মহিবুলের কক্ষ থেকে ঘুষের ১০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এসময় ওই চিকিৎসকের আয়কর ফাইলও জব্দ করা হয়।
অভিযানের সময় আয়কর অফিসে হামলার শিকার হওয়ার কথা স্বীকারও করেছেন দুদকের এই কর্মকর্তা। এদিকে কর কমিশনার জানান, অভিযানে দুদককে সহযোগিতা করেছেন তিনি।
অভিযানের সময় দুদক টিমের সংগেই ছিলেন চিকিৎসক ফাতেমা সিদ্দিকা। পরে এঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় মামলা করে দুদক।