দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় চান্দগাঁও থানার এএসআই গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় চান্দগাঁও থানার এএসআই কে গ্রেফতার করা হয়েছে। এর আগে ইউসুফ আলী এবং সোহেল রানাকে প্রত্যাহার করে নেয়া হয়।
তাদের হেফাজতেই চান্দগাঁও থানায় মঙ্গলবার গভীর রাতে এস এম শহীদুল্লাহ নামে দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালকের মৃত্যু হয়েছে। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবারের অভিযোগ, সাদা পোশাকে চানগাঁও থানা পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যায় শহীদুল্লাহকে। এসময় তার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা কিংবা গ্রেফতারের কারণ জানায়নি পুলিশ। শহীদুল্লাহ দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। গ্রেফতারের পর পরিবারের পক্ষ থেকে ওষুধ নিয়ে থানায় এলেও পুলিশ কাউকে ঢুকতে দেয়নি এমনকি ওষুধও দেয়া হয়নি। রাত সাড়ে ১২টার দিকে পুলিশের পক্ষ থেকে তার অসুস্থতার কথা জানানো হয়। পরে থানায় গিয়ে মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহত শহীদুল্লাহর ছেলে নাফিজ শহীদ। তবে পুলিশ বলছে, একটি মারামারির মামলায় শহীদুল্লাহকে গ্রেফতার করা হয়।