দু’দিনের সফরে কাল ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দু’দিনের সফরে কাল ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক সংলাপের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করবেন তিনি। এ সফরে দুই দেশের মধ্যে অন্তত তিনটি সমঝোতা চুক্তি সই হতে পারে।
রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে ঢাকা আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার প্রথম রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে। ঢাকার কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে রিয়াদ। সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, বিভিন্ন খাতে অন্তত ৬’শ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা। পাশাপাশি, এদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। দু’দিনের সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ছাড়বেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী।