দুবাই থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
- আপডেট সময় : ০৯:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সতীর্থদের বিশ্বাস থেকেও ওপেনিংয়ে ভালো করেছেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ কোচ জেমি সিডন্স। আর আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন মেহেদী মিরাজ। এদিকে, সিরিজ জিতে দুবাই থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দলের সাফল্যে খুশি নুরুল হাসান সোহান।
বিপিএলে ওপেন করার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজের। সাফল্যও আছে সেখানে। তাই তাকে নিয়ে ভেবেছে দল, রেখেছে আস্থা। যে বিশ্বাস পাল্টে দিয়েছে মেহেদী হাসান মিরাজকে। নতুন করে নিজেকে তৈরি করেছেন, চিনিয়েছেন ভিন্ন আঙ্গিকে।
টি-টুয়েন্টিতে ওপেনার সংকটে ত্রাতা হয়ে এলেন মিরাজ। যার সাহসী মনোভাব আর দৃঢ় ব্যাটিংয়ে মুগ্ধ জেমি সিডন্স।
টি টুয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ ছিল আরব আমিরাত সিরিজ। যেই সুযোগ পুরোটাই ক্রিকেটাররা কাজে লাগিয়েছেন বলে বিশ্বাস মেহেদী মিরাজের। যা বিশ্বকাপে জোগাবে বাড়তি আত্মবিশ্বাস।
সিরিজ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। বুধবার সকালেই ঢাকা পা রাখেন ক্রিকেটাররা। দলের সাফল্যে খুশি সোহান। সঙ্গে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিয়ে।
দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। ৩০ সেপ্টেম্বর ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ থেকে সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।