দুর্গাপূজায় দেবীর আগমন ঘিরে ব্যস্ত ময়মনসিংহের পালপাড়ার প্রতিমা কারিগররা
- আপডেট সময় : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৭৮২ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজায় দেবীর আগমন ঘিরে ব্যস্ত ময়মনসিংহের পালপাড়ার প্রতিমা কারিগররা। নিরাপদ এবং উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে, ৩ শতাধিক প্রতিমার সমন্বয়ে দেশের সর্ববৃহৎ দুর্গোৎসবের আয়োজন চলছে রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে দুর্গা মন্দিরে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহে চলছে প্রতিমা তৈরীর কাজ। পাল পাড়ায় কারিগররা ব্যস্ত। নরম কাঁদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে বানানো হচ্ছে দেবী দুর্গার প্রতিমা।শুকানোর পরেই আঁচড় পড়বে রঙের। দেবীর প্রতিচ্ছবি নির্দিষ্ট সময়ের আগেই শেষ করাই সবার লক্ষ্য।তবে, প্রতিমা তৈরীর উপকরণের দাম বাড়লেও মজুরী না বাড়ায় হতাশ কারিগররা।
এদিকে, দুর্গাপূজাকে ঘিরে সবধরণের প্রস্তুতিও নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত তারা।
এ বছরও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনে সবধরণের প্রস্তুতি নেয়ার কথা জানালেন পূজা উদযাপন পরিষদের এই নেতা।জেলা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পুলিশ সুপার।
এদিকে, রাজবাড়ীতে উপমহাদেশের সর্ববৃহৎ পূজার আয়োজন হচ্ছে। প্রতি বারের ন্যায় এবার থাকছে ব্যতিক্রম সব আয়োজন। মাস ব্যাপী ১০ জন সহযোগী নিয়ে মূর্তি তৈরির কাজ চলছে।
বড় পরিসরে পূজার আয়োজনে এবার থাকছে ব্যতিক্রমি আয়োজন বলে জানান পূজা কমিটির এই নেতা। নিরাপত্তায় সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
জেলার ৫টি উপজেলায় ৪শ ৪০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ ৮৩৫ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।