দুর্গাপূজা উপলক্ষে এবারও কিশোরগঞ্জের কটিয়াদিতে বসেছে ঢাক-ঢোলের হাট
- আপডেট সময় : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ২১৬৪ বার পড়া হয়েছে
দুর্গাপূজা উপলক্ষে এবারও কিশোরগঞ্জের কটিয়াদিতে বসেছে ঢাক-ঢোলের হাট। পাঁচশ’ বছরের ঐতিহ্যবাহী এই হাট থেকে বাদ্যযন্ত্রসহ যন্ত্রবাদকদের ভাড়া করে নিতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন পূজারীরা। বিভিন্ন এলাকা থেকে বাদ্যযন্ত্র নিয়ে পসরা সাজিয়েছেন যন্ত্রীরাও। তিন দিনের এই হাট শেষ হবে আজ।
ঢাক-ঢোল কাশি-সানাই আর বাঁশির আওয়াজে মুখর কটিয়াদির পুরাতন বাজার। বাদ্যযন্ত্র বাজিয়ে পূজারীদের মন জয় করার প্রতিযোগিতায় ব্যস্ত যন্ত্রীরা। এর মাঝেই চলছে দর-দাম। বায়না ঠিক হলেই বাদ্যসহ যন্ত্রীদের সঙ্গে নিচ্ছেন পূজারীরা। মহাষষ্ঠী থেকে প্রতিমা বিসর্জ্জনের দিন পর্যন্ত চুক্তিবদ্ধ হন তারা। প্রতিবছর দুর্গা পূজার আগে রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে যাওয়া ঢাকি ও যন্ত্রীরা জড়ো হন এই হাটে। পূজারীরাও আসেন আরও দূর-দূরান্ত থেকে। দল প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা এবং পুরো যন্ত্রীদল নিতে গুণতে হয় লাখ টাকা পর্যন্ত।দরদাম মিলে গেলে পূজারীদের সাথে যান যন্ত্র বাদকদের।
যে যন্ত্রীরা ভাড়ার ডাক পান না, তাদেরকে আলাদা ভাবে সহযোগিতা করা হয় বলে জানান, পূজা উদযাপন কমিটির এই নেতা। জনশ্রুতি রয়েছে, ষোড়শ শতাব্দীর মাঝামাঝি রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে দুর্গা পূজার আয়োজন উপলক্ষে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই থেকে কিশোগঞ্জে পূজার আগে বসে ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট।