মহানবমীতে দেবী ভক্তদের পূজা অর্চনা
- আপডেট সময় : ০৪:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দুর্গোৎসবের মহানবমী আজ। আর মাত্র এক দিন পরই মর্ত্য ছেড়ে কৈলাসে, স্বামী গৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী। শাস্ত্র অনুযায়ী, রাবণের পরাজয় যখন অনিবার্য তখন শাপলা, শালুক ও বলিদানের মধ্য দিয়ে দেবীর পূজা করা হয়। সকালে মহানবমীতে যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিহিত পূজা।
পুরোহিতে মন্ত্র উচ্চারণ, ঢাক, শঙ্খ, কাসর ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্ডপগুলো। ফল, মিষ্টিসহ বিভিন্ন উপকরণ দিয়ে দেবীকে নৈবেদ্য প্রদান করা হয়। এ সময় ভক্তরা পূণ্য লাভের আশায় দেবীর পায়ে ফুল, বেলপাতা দিয়ে অঞ্জলী নিবেদন করেন। ১০৮টি বেলপাতা দিয়ে করা হয় দেবীর যজ্ঞ। পরে পূজা শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। কিছু মন্ডপে দুস্থদের মাঝে বিতরণ করা হয় বস্ত্র। হিন্দুধর্ম মতে নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবীদুর্গা। এ দিন দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে। কাল দশমীবিহীত পূজার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দূর্গাপূঁজা।