দুর্ঘটনাবশত পরীক্ষাগার থেকে বেরিয়ে আসতে পারে করোনা ভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
২০১৯ সালের সেপ্টেম্বর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মধ্যবর্তী প্রাণীর থেকেই মানুষের শরীরে প্রবেশ করেছে করোনা ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থারএকটি খসড়া প্রতিবেদন বলা হয়েছে, কোভিড-১৯ রোগ পরীক্ষাগার থেকে ভাইরাসটি বেরিয়ে আসলেও তা দুর্ঘটনাবশতও হতে পারে। রোগটির সম্ভাব্য চারটি উৎসের কথা বলা হয়েছে প্রতিবেদনে । মধ্যবর্তী একটি প্রাণীর মাধ্যমে ভাইরাসটি মানবদেহে ছড়িয়ে পড়ে। সম্ভবত এ ধরনের কোনো প্রাণী ধরা হয়েছিল এবং পরে তা খামারে বড় করা হয়েছে। তবে, তদন্তে বাদুড়ের মাধ্যমে অন্য প্রাণীদের শরীরে এই রোগ ছড়িয়েছে কিনা, সেই প্রমাণ মেলেনি।