দুর্ঘটনায় টাঙ্গাইল হবিগঞ্জ সাতক্ষীরা মানিকগঞ্জ ও গাইবান্ধায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০৬:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, হবিগঞ্জ, সাতক্ষীরা, মানিকগঞ্জ ও গাইবান্ধা ৭ জন নিহত হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ- অটোরিকশা সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। গুরুতর আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । স্থানীয়রা জানায়, ভোরে মানিকগঞ্জ থেকে মোটর সাইকেলে সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বাক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে। সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে একজন। আহত হন আরো তিনজন। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার এই দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার ফুলছড়িতে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে হোসেনপুর তেতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।