দুর্নীতির নতুন নাম-পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প : ফখরুল
- আপডেট সময় : ০১:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতে সরকারকে হঠানোর কোন বিকল্প নেই। এ জন্য রাজপথে দুর্বার আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ আবারো পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে, বাংলার জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রূপপুর পারমাণবিক প্রকল্প দুর্নীতির নতুন নাম বলেও দাবি মির্জা ফখরুলের। দেশ বিদেশে প্রত্যাখ্যাত আওয়ামী লীগ নেতারা এখন পাগলের মতো প্রলাপ বকছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে রোডমার্চ কর্মসূচি পালন করে বিএনপি।
কর্মসূচি সফল করতে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় সমবেত হয় দলের হাজারো নেতাকর্মী।
রোডমার্চ পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ সরকারের সময় শেষ। দেশে-বিদেশে সবখানেই তারা প্রত্যাখ্যাত হয়েছে।
প্রধান অতিথি বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ভয় ভীতি দেখিয়ে সরকার আবারো একটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে।
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে উল্লেখ করে দেশ রক্ষায় সকলকে রাজপথ দখল করে সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে শুরু হয় হাজারো গাড়ির রোডমার্চ, অংশ নেয় বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় ও অংঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।