দুর্নীতির মামলায় জামিন পাননি কক্সবাজারের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ
- আপডেট সময় : ০২:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দুর্নীতির মামলায় জামিন পাননি কক্সবাজারের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। একইসঙ্গে তার স্ত্রী চুমকি কারণকেও জামিন দেয় নি চট্টগ্রামের আদালত। একই মামলায় চার্জগঠনের শুনানি আগামী ৬ ডিসেম্বর ঠিক করা হয়েছে।
দুপুরে চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালত এই নির্দেশনা দেয়। দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, ওসি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন প্রদীপ। দীর্ঘদিন ধরে তদন্ত শেষে চার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের তথ্য ও প্রমাণ পেয়ে মামলা করে দুদক। ওই মামলায় প্রদীপ গ্রেফতার থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছে। মামলার চার্জ গঠনের নির্ধারিত দিন ছিলো আজ। প্রদীপের আইনজীবীরা শুনানির জন্য সময় চাওয়ার পাশাপাশি জামিনের এই আবেদন করেন। ওসি প্রদীপ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলারও আসামী।