দুর্নীতির মামলায় দুই শর্তে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অন্তর্বর্তী জামিন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দুর্নীতির মামলায় দুই শর্তে বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই আদেশ দেন। আদেশে দুই শর্তের উল্লেখ করে বলা হয়- সম্রাটকে পাসপোর্ট জমা দিতে হবে এবং তিনি বিদেশ যেতে পারবেন না। অসুস্থ বিবেচনায় তাকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেয় আদালত। গত ১১ মে এ মামলায় সম্রাটকে জামিন দেয় একই আদালত। তবে, ওই আদেশে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ হয়নি বলে দুদকের অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে হাইকোর্ট। পরে, আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। চার মামলার মধ্যে আগেই তিনটিতে জামিন পাওয়ায় এখন সম্রাটের কারামুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।