দুর্নীতির মূলোৎপাটনে দেশের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন : দুদক চেয়ারম্যান
- আপডেট সময় : ০৭:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দুর্নীতির মূলোৎপাটনে দেশের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, কোনো হুমকি-ধামকি আইনী দায়িত্ব পালনে তাদের নিবৃত্ত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দুদক ও আইন-শৃঙ্খলা বাহিনী একই সমতলে থেকে দায়িত্ব পালন করছে বলে জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, গণমাধ্যম, সুশীল সমাজ, রাজনীতিবিদসহ সকলের সমন্বিত সামাজিক আন্দোলন সৃষ্টির আহ্বান জানান দুদক চেয়ারম্যান।
দুপুরে দুদকের ষোড়শ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, দুদক আইনী দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। তাই ঝুঁকি নিতে কোনো ভয় নেই। করোনার এ মহাসংকটকালেও দেশের দুষ্টচক্রের কালো হাত থেমে নেই জানিয়ে দুদক চেয়ারম্যান আরো বলেন, সে কারণেই মাস্ক কেলেঙ্কারি, করোনা টেস্ট জালিয়াতি, ত্রাণ-সামগ্রী আত্মসাৎ, চিকিৎসা জালিয়াতির মতো ঘটনা জাতির সামনে এসেছে। আর দুদকও দায়িত্ব পালনে পিছপা হয়নি। তাদের বিরুদ্ধে আইনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়েই দুদকের ৭০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে তিনজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। তারপরও দুর্নীতিপরায়ণদের সুখে সময় পার করতে দেয়া হচ্ছে না।