দুর্নীতি ও মূল্যস্ফীতি রোধসহ অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি বিএনপির
- আপডেট সময় : ০৭:১২:০২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
গ্যাস-বিদ্যুত খাতের দুর্নীতি ও মূল্যস্ফীতি রোধ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে সমাবেশ করেছে বিএনপি। দুপুরের পর সব বিভাগীয় সদরে এ সমাবেশ শুরু হয়।
রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দুপুর ২টার পর শুরু হয়েছে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ। রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব হাবিব দুলু এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ৮ জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
১০ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শহরতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে সমাবেশ শুরু হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনের দাবি জানান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া,দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা মিছিল সহ জড়ো হন। দুপুর তিনটার দিকে নেতারা মঞ্চে উঠে বলেন, এ সরকারকে ক্ষমতাচ্যুত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। তাই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে বিভাগীয় শহর রাজশাহীতে অনুষ্ঠিত হয় বিএনপির সমাবেশ। মহানগরীর সোনাদীঘি মোড়ে বিকেল সাড়ে তিনটায় এ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে মঞ্চে আরো উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, অধ্যাপক শাহজাহান মিয়া ও হাবিবুর রহমান হাবিবসহ কেন্দ্রীয় নেতারা। পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলে সমাবেশ। এতে রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশ নেন।
জামালপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় বিএনপির আয়োজনে শহরের বসাক পাড়ায় আলোচনা সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, জেলা বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান আরমান হাসান সোহরাওয়ার মঞ্জুসহ আরো অনেকে। এ সময় বক্তারা সকল আন্দোলন-সংগ্রামে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।