দুর্নীতি থেকে দেশরক্ষায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান খন্দকার মাহবুবের
- আপডেট সময় : ০৮:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশকে দুনীতি থেকে রক্ষা করতে দুর্নীতিবাজ ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় রুখে দাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়াম্যান এ্যাডভকেট খন্দকার মাহবুব হোসেন । ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ড.এমাজউদ্দীন আহমেদের স্মরণসভায় প্রধান অতিথি বক্তব্য এ আহ্বান জানান তিনি। এ সময় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম দুর্নীতি তুলে ধরে বলেন, সাহেদ সাবরিনা প্রত্যারণার সাথে সরকার জড়িত ।
ডিআরইউতে ডক্টর এমাজউদ্দীন আহমেদ স্মরণসভার আয়োজন করে জাতীয় জনতা ফোরাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়াম্যান এ্যাডভকেট খন্দকার মাহবুব হোসেন ।
এ সময় সরকারের নানা সমলোচনা করে তিনি বলেন,দেশকে ধংসের হাত থেকে রক্ষা করতে দুনীতিবাজ সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে ।
এতে অংশ নিয়ে নাগরিকঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না স্বাস্থ্যখাতের নানা অনিয়ম অভিযোগ তুলে ধরে বলেন, স্বাস্থ্যখাতের সব দুর্নীতির সাথে সরকার জড়িত।
স্মরণ সভায় ডক্টর এমাজউদ্দীনের আদর্শকে ধারণ করে তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল করার পরামর্শ দেন আলোচকরা।