দুর্নীতি মামলায় তারেকের ৯ -স্ত্রীর ৩ বছর কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:১২:০১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছর করে সাজা দিয়েছে আদালত। সেই সাথে তারেক রহমানের তিন কোটি এবং জোবাইদা রহমানের ৩৫ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।এ রায়কে ফরমাইসি উল্লেখ করে, তা প্রত্যাখ্যান করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বিএনপির ভাব প্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডাক্তারের জবাইতে রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
এ মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্য ৪২ জনের সাক্ষ্য গ্রহণের ও রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৬ বছর পর ২ আগষ্ট রায়ের দিন ধার্য করেন আদালত।
রায়কে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা সকাল থেকে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করে। দুপুরের পরে আসেন আওয়ামীপন্থী আইনজীবীরা। শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি।
দুপুর তিনটার পর রায় পড়াশুরু করে বিচারক মো. আসাদুজ্জামান। ঠিক চারটায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের সাজা ও একইসাথে তারেক রহমানের তিন কোটি এবং জোবাইদা রহমানের ৩৫ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ তিনি।
রায় ঘোষণার পরই প্রতিবাদে ফেটে পড়ে বিএনপিপন্থী আইনজীবীরা।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ রায়ে সন্তোষ জানালেও আসামিপক্ষের আইনজীবী রায় প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
এর আগে পৃথক চার মামলায় তারেক রহমানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হলেও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের এটি প্রথম ও একমাত্র মামলার রায়।