দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতিতে অটল সরকার :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুধু স্বাস্থ্য খাতেই নয়, যে কোন খাতের অনিয়ম, অন্যায় ও দুর্নীতিরোধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে অটল। তিনি বলেন, অপরাধী নিজ দল বা ক্ষমতাবান হলেও ছাড় দেয়া হবে না। ওবায়দুল কাদের সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।
করোনার এই সংকটে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়ায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আহবান জানান তিনি। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত অনেক রোগী বাসায় চিকিৎসা নিচ্ছেন।তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলি-মেডিসিন সেবার মান বাড়ানো দরকার। সেতুমন্ত্রী বলেন, বর্তমানে ৬৬টি ল্যাবে করোনা টেষ্ট হচ্ছে। এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ সংশ্লিষ্ট অন্যান্যদেরকেও জনস্বার্থে পিসিআর ল্যাব স্হাপনে উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি।