দুর্বৃত্তদের আক্রমণে গুরুতর আহত রংপুরের গঙ্গাচড়ার সাবেক চেয়ারম্যান
- আপডেট সময় : ০১:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
দুর্বৃত্তদের আক্রমণে গুরুতর আহত রংপুরের গঙ্গাচড়ার সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু হাসপাতালে ভর্তি। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
সাবেক এ উপজেলা চেয়ারম্যান জানান, রংপুর থেকে বাড়িতে ফেরার সময় মৌলভীবাজারে কয়েক যুবক তার গাড়ির গতিরোধ করে রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এসময় তাকে গাড়ি থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়। এ হামলার জন্য তিনি নির্বাচনী প্রতিপক্ষকে দায়ী করেন । গত জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহীপ্রার্থী হওয়ায় গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদসহ দল থেকেও বহিঃস্কার করা হয় বাবলুকে।
নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদারীপুরের কালকিনিতে বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কাজীর সমর্থক ইমাম বেপারী কালকিনির লক্ষ্মীপুর বাজারে গেলে বর্তমান চেয়ারম্যান মৌসুমী সুলতানার সমর্থকরা তাকে মারধর করে। একপর্যায়ে দুই চেয়ারম্যানের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে আহত হন ১০ জন।
এ সময় বেশকয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার বিচার দাবি করছেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
নাটোরের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণে সহায়তার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সহকারী শিক্ষা অফিসার মাহমুদুর রহমান ওরফে ফেন্সি আহমেদের বিরুদ্ধে।
ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন এই শিক্ষা কর্মকর্তা। ইতোমধ্যে অপহরণ ও ধর্ষণ মামলায় তার ভাই ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় আরেক ভাই ফেরদৌস আহমেদ এখনও পলাতক। নাটোরের গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, ১ অক্টোবর সকালে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায়।
পরীক্ষা শেষে স্কুল গেটের সামনে থেকে ফিরোজ আহমেদ তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। ঘটনা দেখে স্থানীয়রা অপহৃত মেয়ের বাবা মাকে খবর দেন। পরে মেয়ের বাবা-মা ফিরোজ আহমেদের দুই ভাই ফেন্সি আহমেদ ও ফেরদৌস আহমেদের কাছে যায়। তারা অপহৃত মেয়েটিকে এনে দেবে বলে টালবাহানা করতে থাকে।