দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন মোহন নামে এক এইচএসসি পরীক্ষার্থী। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় পথরোধ করে তাঁকে হত্যা করা হয়। শহরের খান্দার এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়ার পর তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ ও স্বজনরা জানান, মোহন সোমবার রাতে বন্ধু বাপ্পী ও লিখনের সঙ্গে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে তিনি বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ফুলতলার বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তারা শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। বাকবিতণ্ডার একপর্যায়ে তিনজনকে লাঠিপেটা করে মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে রক্তাক্ত মোহনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত ১২টার দিকে তিনি মারা যান।