দুর্ভোগ আর আর্থিক ক্ষতির মুখে আমদানি ও রপ্তানিকারকরা
- আপডেট সময় : ০৫:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে যানজটে ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যানজটের এ সমস্যার কারণে প্রতিটি ট্রাকের পণ্য খালাস করতে সময় লাগছে ১৫ থেকে ২০ দিন। এতে দূর্ভোগ ও আর্থিক ক্ষতিতে পড়ছে ট্রাক চালকসহ আমদানী-রপ্তানি কারকরা।
প্রতিদিন বাংলাবান্ধায় পণ্যবাহী কয়েকশ ট্রাক পারাপার হচ্ছে এই বন্দর দিয়েই। তবে এলসি চালান জটিলতা থাকায় ট্রাকগুলো যথাসময়ে বন্দর ছেড়ে যেতে পারছে না। বন্দরে জায়গা সংকট থাকায় সৃষ্টি হয়েছে যানজট।
স্থলবন্দরের ইজারাদারের সক্ষমতার অভাবে বন্দরের ইয়ার্ডে পণ্য খালাসে সমস্যার কারণে ক্ষতির স্বীকার হচ্ছে আমদানী-রপ্তানি কারকরা প্রতিষ্ঠান গুলো।
বন্দরের জায়গা স্বল্পতা ও কাস্টমসের আইনী দীর্ঘ প্রক্রিয়ার কারণে এ সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান বাংলাবান্ধা
স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক।
রপ্তানি বৃদ্ধি পেলেও বন্দরে তুলনামূলক জায়গা সংকটের কথা জানান স্থলবন্দরের এই কর্মকর্তা।
স্থলবন্দরের যানজট নিরসনে নানা পদক্ষেপের কথা জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা ও যানজট নিরসরেদ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে সংশ্লিষ্টদের।