দুর্যোগ ও সংকটে শুধু বিবৃতি না দিয়ে বিএনপিকে জনমানুষের পাশে দাঁড়ানোর আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দুর্যোগ ও সংকটে শুধু বিবৃতি না দিয়ে বিএনপিকে জনমানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে খুলনা সড়ক জোন বিআরটিসি, বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চূয়াল বক্তব্যে এ আহবান জানান তিনি। বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনগণের কাছেই ফিরে আসতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে এখন জনকল্যাণের রাজনীতিই বেশি প্রয়োজন। তিনি বলেন, বিএনপি দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে। রাষ্ট্রের প্রতিটি অর্জনকে তারা অপপ্রচার আর অন্ধ সমালোচনায় বিদ্ধ করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।