দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় আবারো চাপ বেড়েছে নৌ ও সড়ক পথে
- আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ঈদের ছুটিশেষে কর্মস্থলে ফিরতে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় আবারো চাপ বেড়েছে নৌ ও সড়ক পথে। বাড়তি ব্যয়ে বিকল্প উপায়ে ফিরছেন সবাই। এদিকে মহাসড়কগুলোতে যাত্রীবাহী বিভিন্ন গাড়ি আটক করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে আইন-শৃংখলা বাহিনীর বিরুদ্ধে।
বিভিন্ন রুটে ঢাকামুখী যানবাহন ও যাত্রীর চাপ বাড়ছে তবে যানবাহনের চেয়ে যাত্রীর সংখ্যাই বেশী। গণপরিবহন বন্ধ থাকায় এসব যাত্রীরা পায়ে হেঁটে, রিক্সা, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যস্থলে ফিরছেন। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়া নৌপথে যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৬টি ফেরি প্রস্তুত।
শিমুলিয়া নৌপথে উভয় পাশে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান সকাল থেকে ১৮টি ফেরি চলছে। যাত্রীদের চাপ থাকায় ৭টি ফেরি যাত্রী ও অল্প সংখ্যক যান নিয়ে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে গেছে। বাংলাবাজার ঘাট থেকেও প্রচুর যাত্রী নিয়ে প্রত্যেকটি ফেরি শিমুলিয়ায় ফেরত আসছে।
এদিকে, সকাল থেকে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ভিড় দেখা গেছে। রয়েছে যানবাহনের চাপও। তবে, সবগুলো ফেরি সচল থাকায় নদী পারাপারের দুর্ভোগ নেই বলে জানায় বিআইডব্লিউটিএ।