দূষণ থেকে বাঁচতে বর্জ্য ব্যবস্থাপনা ইউনিয়ন পর্যায়ে নেয়ার আহবান বিশেষজ্ঞদের
- আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
দেশকে বায়ু ও প্লাষ্টিক দূষণের হাত থেকে বাঁচাতে বর্জ্য ব্যবস্থাপনা, ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, ঢাকায় ৫৬ শতাংশ বায়ুদূষণ করে ইটভাটা। বিশেষজ্ঞরা বলেন, বায়ু দুষণের কারণে প্রতিবছর ২ লাখ মানুষ মারা যায়। এজন্য পরিকল্পনা বাস্তবায়ন ও জনসচেতনতার বিকল্প নেই। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি’র সংলাপে এসব কথা বলেন তারা।
২০০২ সালে দেশে পলিথিন ব্যবহার বন্ধ ঘোষণা হলেও, এখনও বাস্তবায়ন হয়নি। সিপিডি বলছে, অর্থনীতির বিকাশ এবং নগরায়নের সাথে সাথে প্লাস্টিক দূষণ বেড়েছে। কেবল ঢাকা মহানগরে দৈনিক বর্জ্য উৎপাদন হয় ৬ হাজার ৬’শ ৪৬ টন। এর ১০শতাংশ প্লাস্টিক।
সুইজারল্যান্ডভিত্তিক এয়ার কোয়ালিটি ইনডেস্কের মতে, ২০২০-২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। শহর গুলোতে বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুমান নির্দেশিকার তুলনায় ১৫গুণ বেশি। এ কারণে প্রতি বছর ২ লাখ মানুষ মারা যাচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ..সিপিডির সংলাপে অংশ নিয়ে আলোচকরা বলেন, আন্তর্জাতিক গবেষনায় বায়ু দূষনে ১ নম্বরে থাকা বাংলাদেশকে বাঁচাতে পদক্ষেপের বাস্তবায়ন ও জনসচেতনার বিকল্প নেই।
আলোচকরা বলেন, দূষনের হাত থেকে পরিবেশ বাঁচাতে, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি ইটভাটা বন্ধ করে সিমেন্টের ব্লকের প্রতি জোর দেন তারা।
বায়ু দূষন দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। এটা বন্ধে আইন করারও দাবি জানান আলোচকরা।