অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার শিকার খুলনার মযূর নদ
- আপডেট সময় : ০৪:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
অপরিকল্পিত নগরায়ন ও বর্জ ব্যবস্থাপনার শিকার হয়ে দূষিত হয়ে পড়েছে মযূর নদ। খুলনা মহানগরীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া ২২ কিলোমিটার এই নদ এক সময়ে এ অঞ্চলের মানুষের সুপেয় পানি ও মাছের যোগান দিত। পাশাপাশি কৃষি ক্ষেত্রে ব্যবহার হতো এই নদীর পানি।
খুলনা নগরের কোল ঘেঁষে এক মযূর নদ। নগরের হৃৎপিন্ড- হিসেবে পরিচিত।তবে এখন পেখম ছাঁটা ময়ূরের মতোই অবস্থা এর। দখলে প্রতিনিয়ত আয়তন সংকুচিত হচ্ছে। দূষণে পানির চেহারা কুচকুচে কালো। দুর্গন্ধে শ্বাস নেওয়া দায়।জলজ প্রাণী বেঁচে থাকার মতো দ্রবীভূত অক্সিজেনও নেই। একসময়ের খরস্রোতা নদটি এখন এক মরা খাল।
অপরিকল্পিত নগরায়ন ও বর্জ ব্যবস্থাপনার শিকার হয়ে দূষিত হয়ে পড়েছে এই নদের পানি। পরিবেশ অধিদপ্তরের গবেষনায় দেখা যায় সারা বছরই ময়ূর নদীর পানিতে দ্রীভূত অক্সিজেনের মাত্র আশঙ্কা জনক ভাবে কম থাকে।
খুলনা শহরের মাঝমাঝি ময়ুর নদের অবস্থান হওয়ার কারণে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সরাসরি ময়লা ময়ুর নদের পড়ে। খুলনা সিটি কর্পোরেশনের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি না থাকার কারণে পানি সংশোধন করে ফেরানো সম্ভব হয় না।
পরিকল্পিতভাবে ময়ুর নদ খনন করে অবাধ প্রবাহ সৃষ্টি করতে পারলে ও পাশাপাশি নদের রক্ষণাবেক্ষণ করতে পারলে ময়ুর নদ বাঁচানো সম্ভব বলে মনে করেন,পরিবেশ আন্দোলনকারীরা।
ময়ুর নদ দূষন রোধ ও ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজাতে খুলনা সিটি কর্পোরেশন কার্যকর ব্যবস্থা নিবে এমনটাই আশাবাদ সাধারণ মানুষের।