দেখতে দেখতে একেবারেই শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
- আপডেট সময় : ০৭:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
দেখতে দেখতে একেবারেই শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের ১৩তম আসর। অপেক্ষা এখন শুধু শিরোপার লড়াইয়ের। মঙ্গলবার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন- মুম্বাই ইন্ডিয়ান্স ও প্রথমবারের মতো ফাইনাল খেলার অপেক্ষায় থাকা দিল্লি ক্যাপিটালস। কেমন ছিল দু’দলের ফাইনাল যাত্রা?
করোনাকালে বিশ্বকাপ যখন স্থগিত করল আইসিসি। তখন বায়ো বাবলের মাঝে থেকে আইপিএল আয়োজন করে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দেয় বিসিসিআই। সফল টুর্নামেন্ট যাত্রায় আট দলের লড়াই এখন ঠেকেছে দুই দলে। অর্থাৎ চূড়ান্ত দুই ফাইনালিষ্ট মুম্বাই আর দিল্লি ক্যাপিটালস।
লিগ পর্বে ১৪ ম্যাচে সবচেয়ে বেশি ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে রাজত্ব করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরই অবশ্য ছিলো দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্বের ১৪ ম্যাচ তাদের জয় ৮ ম্যাচে।
লিগ লিডাররা ফাইনালে উঠেছে লিডারদের মতোই। কোয়ালিফায়ারের প্রথম এ্যাসাইন্টমেন্টেই সফল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে টুর্নামেন্ট ইতিহাসে ষষ্ঠবারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে মুম্বাই।
সেরা দুইয়ে থাকার যে সুযোগ, সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমবার না পারলেও দ্বিতীয়বার বাজিমাত করেছে আইয়ার-স্টয়নিসরা। এলিমিনের ম্যাচে কোহলিদের বাধা টপকে আসা সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে শিরোপা মঞ্চ নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস।
সেরাদের সেরার লড়াই। বিশ্বের নামিদামি হার্ডহিটারদের উইলোবাজি দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার দেখার অপেক্ষা মুম্বাইয়ের সপ্তম নাকি প্রথমবারের মতো শিরোপা যাবে দিল্লি ঘরে।