দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের
- আপডেট সময় : ০৮:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে এক হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এই অর্থ বাংলাদেশে ৪টি বিশেষায়িত হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ব্যয় হবে। রাজধানীর সোনাগাঁও হোটেলে আইবিসিসিআই’র বিমসটেক জ্বালানি বিষয়ক সম্মেলনের উদ্বোধনীতে এসব প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবগুলো ‘প্রাথমিক’ মন্তব্য করে আইবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, আগামী তিন দিনে জ্বালানি, কৃষিসহ অন্যখাতে বিনিয়োগের আরও নতুন প্রস্তাব আসবে।
বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রসারে তিনদিন ব্যাপী বঙ্গোপসাগরীয় অঞ্চলের মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন…বিমএসটেক জ্বালানি বিষয়ক সম্মেলনের আয়োজন করে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-আইবিসিসিআই।
অনুষ্ঠানে আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন আমন্ত্রিত অতিথিরা।
সম্মেলন জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিনিয়োগের আগ্রহ নিয়ে বাংলাদেশে এসেছে ভারতের ৮৫টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রথম দিনেই তারা ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেয়।
ভারত-বাংলাদেশের মধ্যকার বাণিজ্যে ভ্যাট-ট্যাক্স হ্রাস করা গেলে, দ্বিপাক্ষিক বাণিজ্য আরো প্রসার হবে বলে জানান, আইবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।
তিন দিন ব্যাপী সম্মেলনে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাণিজ্যিক সহায়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।