দেবীর বন্দনা এবং অসুর বধের প্রত্যয়ে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী পালিত
- আপডেট সময় : ০৭:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেবীর বন্দনা এবং অসুর বধের প্রত্যয়ে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী পালিত হয়েছে। অনাহূত বৃষ্টি ও করোনার মধ্যেও উৎসব-প্রিয় বাঙালি হিন্দুরা পূজার আবহে মেতে উঠেছে। মন্দিরে-মন্ডপে চলছে দেবী দূর্গার আরাধনা। তবে, মহাষ্টমীতে সন্ধি পূজা হলেও করোনার কারণে এবার ঢাকায় হয়নি কুমারী পূজা। অষ্টমীতে দেবী দুর্গার কাছে করোনা থেকে মুক্তির আশীর্বাদ চাইলেন ঢাকেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল। এদিকে, পূজা মন্ডপের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাৎসবের আজ মহাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অঞ্জলী দিয়ে শুরু করেন মহাষ্টমীর কার্যক্রম।
সারাদেশের মতো ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামন্ডপে অষ্টমী শেষেও দেবী দুর্গাকে অঞ্জলী দেন ভক্তরা। পুঞ্জিকানুযায়ী ১১টা ৪৮ মিনিটে মহাষ্টমী শেষে– আর মহানবমী শুরুর আগে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা।
দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এই সন্ধি পূজায় সৃষ্টিকর্তার সন্তুষ্টি কামনা করেন ভক্তরা। তবে, করোনার প্রাদুর্ভাব এড়াতে এবারই হয়নি কুমারি পূজা। তাই আক্ষেপ জানালেন ভক্ত তরুণ-তরুণীদের।
মহাষ্টমীতে অসুরীয় শক্তি নিপাত যাক, আর বাংলাদেশসহ বিশ্বের মানুষ করোনা মুক্ত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক-এমন প্রার্থনার কথা জানান ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল।
দুপুর একটার দিকে কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। পূজার নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি।
পূজায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দেন তিনি।
মহাষ্টমীতে অশুভ শক্তি থেকে পৃথিবী যেন রক্ষা পায়-এমন প্রার্থনা করেন দেবী দুর্গা ভক্তরা।