দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি প্রায় শেষের দিকে
- আপডেট সময় : ০৮:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি প্রায় শেষের দিকে। মণ্ডপে মণ্ডপে এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ঘটবে দেবী দুর্গার আগমন। এবার দেবী আসবেন ঘোড়ায় চড়ে এবং বিদায় নেবেন দোলায় চড়ে।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই চলছে মণ্ডপের কাজ। রাজধানী ঢাকায় এবার ২৩৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে হবে দুর্গাপূজা। গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি। ঢাকা মহানগরে এ বছর পূজা হবে ২৩৮টি মণ্ডপে, যা গত বছরের চেয়ে ৪টি বেশি। ১১ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ১৫ অক্টোবর দশমি তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব। করোনাভাইরাস মহামারির কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।