দেশজুড়ে কেমন চলছে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ?
- আপডেট সময় : ০১:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে। এই ধাপে মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। এছাড়া বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ৫ উপজেলার ৮ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ প্রার্থী।
তবে সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে কিছুটা ভোটার উপস্থিতি দেখা যায়। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি রেব-বিজিবি সদস্যরা কাজ করছেন।
টাঙ্গাইলের দুই উপজেলায় দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে জানান নির্বাচন সংশ্লিষ্টরা।
এদিকে..ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুলে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত কোন ভোটার উপস্থিতি ছিল না। অন্যান্য ভোট কেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
খাগাড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়িসহ চার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।
জয়পুরহাটে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই তিন উপজেলায় কালাই, ক্ষেতলাল আক্কেলপুরে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮ টায়।
কুড়িগ্রামের ৩ উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ চলছে। নদ-নদী বেষ্টিত রৌমারী, রাজিবপুর ও চিলমারীর ১৫ ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৭২৮।
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টায় ইভিএমে ভোগগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।