দেশজুড়ে শীতের প্রভাব পড়তে শুরু হয়েছে
- আপডেট সময় : ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃষ্টির পরবর্তী সময়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে দেশজুড়ে শীতের প্রভাব পড়তে শুরু হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শিশুরা। সড়ক-মহাসড়কগুলোতে ছোট-বড় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। চলতি মাসে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলছে স্থানীয় আবহাওয়া অফিস।
অগ্রহায়ণের শেষ বেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রংপুরে। তিস্তা-ঘাঘট, করতোয়া-যমুনেশ্বরী বেষ্টিত জেলার প্রকৃতি এখন প্রতিনিয়ত ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত থাকে। এ অবস্থায় ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে ছোট-বড় যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। দুর্ঘটনা এড়াতে রেলপথেও ট্রেনের গতি কমেছে। এদিকে, শীতজনিত নানা রোগ নিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হচ্ছেন এ অঞ্চলের মানুষ।
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রাও। হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার সাথে রাতদিন ঘন কুয়াশায় ঢাকা থাকে পুরো জেলা। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।
লালমনিরহাটে গেলো দুই দিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে। সকাল ও সন্ধ্যায় কুয়াশার সাথে হিমেল বাতাস জুবুথুবু অবস্থার সৃষ্টি করে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়তে হয় খেটে খাওয়া মানুষদের।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। সকালে জেলার বদলগাছী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।