দেশজুড়ে সামর্থ্যবানদের পশু কোরবানী
- আপডেট সময় : ০৯:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / ১৯৪৭ বার পড়া হয়েছে
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব- ঈদুল আযহায়, ত্যাগের মহিমায় পশু কোরবানী দেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকালে ঈদের নামাজ শেষেই ঢাকাসহ সারাদেশে চলে পশু কোরবানী। সামর্থ্য অনুযায়ী, বিভিন্ন ধরণের পশু কোরবানী করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। ইসলামী চিন্তাবিদরা বলেছেন, শুধু পশু জবাই করে মাংস খেলেই কোরবানী হবে না। পশুর সঙ্গে মনের পশুকেও কোরবানী দিতে হবে। আর এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কোরবানীর ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি অনুযায়ী আত্মশুদ্ধিই মূল বিবেচ্য।
পবিত্র ঈদুল আযহার মূল অনুসর্গ পশু কোরবানী। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও অপার অনুগ্রহ লাভের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানী দেন।
সকালে জামায়াতে ঈদের নামাজ আদায়ের পর ঢাকাসহ সারাদেশে পশু কুরবানী দেন সামর্থবান মুসলমানরা। রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকার বাসা বাড়িতে চলে পশু কোরবানী।
আল্লাহপাকের নৈকট্য লাভের জন্য পশু কোরবানী দেয়ার কথা জানান দেশসেরা এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নূরে আলম রুবেল।
ত্যাগ ও মহিমায় উদযাপিত ঈদুল আযহায় পশু কুরবানীর মধ্যদিয়ে মুসলমানদের আত্মশুদ্ধির কথা বলেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরেন ইসলামী চিন্তাবিদরা।
হযরত ইবরাহিমের (আ.) দেখানো পথে ধর্মপ্রান মুসলমানরা ত্যাগের মহিমায় ঈদুল আযহা উদযাপন করেন বলেও জানান হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুর রহিম।