দেশবিরোধী ষড়যন্ত্রে অর্থের উৎস খুঁজতে দুদক ও ইসির প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে মিলিয়ন ডলার খরচ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এই টাকার উৎস খুঁজতে দুদক ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দুপুরে নিজ মন্ত্রণালয়ে হাছান মাহমুদ আরও বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে দলটি ১২টিরও বেশি লবিস্ট ফার্মের সাথে চুক্তি করেছে। বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের ঠিকানায় এ চুক্তিগুলো হয়েছে বলে দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, গত তিন বছর ধরে দলটি প্রতি মাসে ৫০ হাজার ডলার করে দিয়ে আসছে। এর কোনো হিসাব তারা নির্বাচন কমিশনে দেয়নি। নির্বাচন কমিশন ও কর বিভাগকে বিএনপি’র টাকার উৎস খুঁজতে আহ্বান জানান মন্ত্রী। বিষয়টি দুদকের তদন্ত করা দরকার বলেও মনে করেন তিনি।