দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডিজিটাল পশুর হাট
- আপডেট সময় : ০২:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডিজিটাল পশুর হাট। বৃহৎ পরিসরে শুরু হওয়া এ ডিজিটাল হাটে সারাদেশের খামারিদের পশু বিক্রির যেমন সুযোগ থাকবে, তেমনি ক্রেতারাও বাড়িতে বসেই কিনতে পারবেন পছন্দের কোরবানির পশু।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে এবং এটুআইয়ের কারিগরি সহযোগিতায় প্লাটফর্মের আয়োজন করা হয়। সকালে ভার্চুয়ালী এ হাটের উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্ মেদ পলক। এসময় তারা বলেন, করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনায় এবার অনলাইনে কোরবানির পশু বিক্রিকে প্রাধান্য দেয়া হয়েছে। অধিক করোনার সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে দেশব্যাপী সব জেলা-উপজেলার কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতাদের একই প্লাটফর্মে আনার লক্ষ্যে ‘দেশব্যাপী ডিজিটাল হাটের আয়োজন করা হয়।