দেশব্যাপী কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে চাল-ডাল, সাবানসহ ত্রাণ বিতরণ অব্যাহত
- আপডেট সময় : ০৮:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মেহেরপুরে মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে চাল-ডাল, সাবানসহ ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।
চট্টগ্রামের বিভিন্ন বস্তিতে বসবাস করা অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। গেলরাতে নগরীর আগ্রাবাদ, সিআরবি ও পলোগ্রাউন্ড এলাকাসহ বিভিন্ন বস্তিতে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমানের নির্দেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুরে করোনা সংক্রমনের কারণে চিকিৎসাবঞ্চিত সাধারণ রোগীদের চিকিৎসা দেয়ার লক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে ফ্রেন্ডস ৮৭ সার্কেল-এর সহযোগিতায় ফ্রী ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন হয়েছে। সকালে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে প্রতিমন্ত্রী টেলিফোনে ক্যাম্পের উদ্বোধন করেন।
ময়মনসিংহে সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত’র উদ্যোগে ৪ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
নেত্রকোনার মদনে মন্দিরের বরাদ্দ পাওয়া চাল অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। কাইটাইল ইউনিয়নের কেশজানী হরিমন্দিরের সামনে এই চাল বিতরণ করা হয়।
গাইবান্ধার সাদুল্লাপুর ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ও দুস্থ অসহায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঠিকাদার লাভলু মিয়া।
জামালপুরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে ২৫টি পিপিই ও ৫০টি মাস্ক বিতরন করেছেন জামালপুর চেম্বারের সভাপতি রেজাউল করিম রেজনু।
কুড়িগ্রামে শহরের রিভারভিউ হাই স্কুল মাঠে জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কৃষিবিদ ড. শাহানাজ বেগম নাজু’র উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নাটোরে মোটর শ্রমিক ও চা দোকানদারদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু।
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ১০ হাজার কর্মহীন শ্রমজীবি ও দুস্থ মানুষের মাঝে চাল ডালসহ নিত্যসামগ্রী বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মাদারীপুরের কালকিনিতে সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদ বুলুর শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।