দেশব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ডিজিটাল ও প্রযুক্তি উদ্ভাবনী জেন্ডার বৈষম্য নিরসন করবে বলে জানিয়েছেন বক্তারা।
আন্তর্জাতিক নারী দিবসে রাজশাহীতে শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। নগরের আলুপট্টি মোড় থেকে বিভিন্ন নারী সংগঠনের শোভাযাত্রাটি সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধনের পর বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় ও বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন।
রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বরিশালের মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এরপর নগর ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রেলী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। হাদিস পার্কে বেলুন উড়িয়ে আয়োজিত রেলীর আয়োজক জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহে দিবসের বর্ণাঢ্য রেলী বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
আন্তর্জাতিক নারী দিবসে কুমিল্লার শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য রেলী বের হয় নগরীর টাউন হল বীরচন্দ্রনগর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাটোরে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা বের হয় কালেক্টরেট ভবন চত্বর থেকে।
শোভাযাত্রটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগের জায়গায় ফিরে আসে। ।
উপস্থিত ছিলেন নাটোর ও নওগা সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ ও জেলা প্রশাসক শামীম আহমেদ।
জামালপুর, কুষ্টিয়ায় নারী দিবসের কর্মসূচি পালিত হয়েছে। টাঙ্গাইলে জেলা পুলিশ সুপারের আয়োজনে পুলিশ সুপারের কার্যলয়ের সামনে থেকে একটি রেলী বের করা হয়।
মেহেরপুরের শিল্পকলা একাডেমীর সামনে থেকে শোভাযাত্রা বের হয়।শেভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
চাঁদপুরের হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রেলি, আলোচনা সভা ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মসূচির আয়োজক
নানা আয়োজনে রাজবাড়ী, মানিকগঞ্জ ও সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।