দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ তৈরি চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আয়ুর্বেদিক ওষুধের আড়ালে, দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ তৈরি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ–ডিবি। পুরান ঢাকার মিটফোর্ড, কুমিল্লা এবং সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি বলছে, আটা-ময়দা ব্যবহার করে দেশি ৯টি কোম্পানি এবং বিদেশি একটি কোম্পানির নকল ওষুধ তৈরি করত চক্রটি।
১৬০টি দেশে ওধুষ রপ্তানি করে বাংলাদেশ। বিশ্ববাজারে দেশি ওষুধের সুনাম থাকলেও, ভেজাল ঔষুধের দৌরাত্মে হুমকির মুখে দেশের চিকিৎসা সেবা। আটা ময়দা ভরা নকল ওষুদ খেয়ে সুস্থতা দূরে থাক, জটিল রোগে আক্রান্ত হচ্ছে অনেকে।
এমন বাস্তবতায়, ভেজাল ওষুধ চক্রের বিরুদ্ধে অভিযানে নামে ডিএমপির গোয়েন্দা পুলিশ। রাজধানীর মিটফোর্ড, কুমিল্লা এবং সাভারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের মূল হোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত তুলে ধরেন, ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার।
তিনি বলেন, ব্র্যান্ডের ওষুধ নকল ও ভেজাল হওয়ায়, সামনে করোনার চেয়েও ভয়াবহ মহামারি অপেক্ষা করছে।
ছয় মাসে ওষুধ ভেজালকারী চক্রের ৪৪ সদস্যকে গ্রেপ্তার ও ১৪টি মামলা হয়েছে। সামনের দিনগুলোতে মামলা ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানান এ কে এম হাফিজ আক্তার।