দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তারা বিনিয়োগে করতে উৎসাহী হচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
- আপডেট সময় : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় শিল্প-বাণিজ্যের অমিত সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে পদ্মা সেতু। দেশের বৃহত্তম এই সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই মোংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তারাও বিনিয়োগে করতে উৎসাহী হচ্ছেন। মোংলা বন্দর দিয়ে আমাদনী-রপ্তানি করায় বাড়বে সরকারের রাজস্ব।
আগামী ২৬ জুন সর্ব সাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোকে রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করতে যাচ্ছে সেতুটি। সেতুটি চালু হলে ঢাকা থেকে সব কাছের সমুদ্র বন্দর হবে মোংলা।
২০০৮ সাল থেকে দেশের মোট গাড়ীর ৭০ শতাংশ আমাদানি করা হয় মোংলা বন্দর দিয়ে।সেতু চালু হলে ঢাকা থেকে মংলা বন্দরের দূরত্ব হবে ১৭০ কিলোমিটার যা অন্য বন্দর থেকে অনেক কম। ফলে আমাদনী ও রপ্তানীকারকরা ব্যবসায়ীক স্বার্থে মংলা বন্দর দিয়ে বিনিয়োগ করবে বলে প্রত্যাশা করছে বন্দর ও কাস্টমস হাউজের কর্তৃপক্ষ।
আমদানি-রপ্তানিকারকরা বাণিজ্যিক স্বার্থে এ বন্দর ব্যবহার করবে তারা। ইতোমধ্যে বিজিএমইএসহ পোশাক কোম্পানি মালিকরা পদ্মা সেতুর কারণে বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন।
পদ্মা সেতু চালু হলে ঢাকায় পণ্য সরবরাহে স্বল্প সময় ও কম খরচ হবে। ফলে আমদানীর সঙ্গে বাড়বে রাজস্ব আদায়।
তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়নের সুফল পেতে এখনই গ্যাস-বিদ্যুৎ ও অবকাঠামোর ওপর জোর দেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।