দেশের অনেক জায়গায় গুঁড়ি বৃষ্টি
- আপডেট সময় : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মৌসুমের স্বাভাবিক বায়ুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে এর প্রভাবে দেশের অনেক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
পটুয়াখালীর কলাপাড়ায় সকাল থেকে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন । সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। হঠাৎ গুঁড়ি বৃষ্টি এবং শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। বিপাকে পড়েছেন চরাঞ্চলে বসবাসরত মানুষ। এই অবস্থা আরও দুই একদিন থকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
পৌষের শেষে শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। বুধবার রাতের ঝড়োহওয়াসহ শিলাবৃষ্টিতে জেলার প্রায় ৮২১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। স্থানীয় কৃষকরা বলেন, সরিষা, পেঁয়াজ, শাকসবজি, স্ট্রবেরি, বোরো বীজতলা ও আলু খেতের ক্ষতি হয়েছে বেশি। আগামীতে চাষাবাদ অব্যাহত রাখতে কৃষি প্রণোদনার দাবি জানান তারা।