দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কূটনীতিকদের মন্তব্য দুঃখজনক : আইনমন্ত্রী
- আপডেট সময় : ১০:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সড়কে মহাসমাবেশ মানবাধিকার নয়। এমন মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুরের বিষয়ে সরকারে কোন হস্তক্ষেপ নেই। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের অনুষ্ঠানে তিনি এসব বলেন। স্পষ্ট ধারণা ছাড়াই একটি স্বাধীন দেশের অভ্যন্তরীন ইস্যুতে, বিদেশী কূটনীতিকরা মানবাধিকারের সবক দিচ্ছেন এবং তা দু:খজনক বলেও মন্তব্য করেন আনিসুল হক।
নয়া পল্টনে বিএনপি গণসমাবেশকে ঘিরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার গ্রেফতারকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনীতি।
পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিদেশী কূটনীতিকদের সাম্প্রতিক তৎপরতা চোখে পড়ার মতো।
এমন বাস্তবতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী।
অনুষ্ঠান শেষে, তিনি বলেন, মানবাধিকারের কথা বলে স্বাধীন দেশের অভ্যন্তরীর বিষয়ে বিদেশী কূটনীতিকদের সবক দেয়ার চেষ্টা দু:খজনক।
বিএনপির গণসমাবেশ করা এবং মির্জা ফখরুলসহ দলের শীর্ষ নেতাদের জামিন না-মঞ্জুর প্রসঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কথাও জানান আনিসুল হক।