দেশের অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
শুধু অভ্যন্তরীন যোগাযোগ নয়, আন্ত:রাষ্ট্রীয় সড়ক যোগাযোগ স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতিকে গতিশীল করার লক্ষে কাজ করছে সরকার। দেশের ২৫ জেলায় একসঙ্গে ১’শ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরবর্তী সরকারগুলো দেশের উন্নয়নের পরিবর্তে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বৈশ্বিক সংকট মোকাবেলায় সাশ্রয়ী হবার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মধ্যে দিয়ে শুরু হয় শত সেতু অপার সম্ভাবনা শীর্ষক সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। যেখানে সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত, ঢাকা বিভাগে ৭টি চট্টগ্রাম বিভাগে ৪৬টি ময়মনসিংহ বিভাগে ৬টি সিলেট বিভাগে ১৭টি বরিশাল বিভাগে ১৪টি রাজশাহী বিভাগে ৭টি এবং রংপুর বিভাগে ৩টি তৈরী হওয়া সেতুর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সুনামগঞ্জ, বরিশাল, খাগড়াছড়ি ও চট্টগ্রামের জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় মানুষরাও যুক্ত হন, একসঙ্গে শত সেতু উদ্বোধনের ইতিহাস রচনাকারি অনুষ্ঠানে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর বক্তব্যের পর বক্তার আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই সারাদেশের ২৫টি জেলার মানুষ এবং নির্মান কাজের সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কারণে একসঙ্গে ১শ সেতু নির্মানের এই মহাযজ্ঞ সম্ভব হয়েছে।
সরকার প্রধান বলেন আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়নের সুফল পাচ্ছে জনগন।
১৫ আগষ্ট পরবর্তী সরকারগুলোর দুর্নীতি ও দেশবিরোধী কাজের সমালোচনাও করেন বঙ্গবন্ধু কন্যা।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক হবার পাশাপাশি নিন্ম আয়ের মানুষদের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহবানও জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাবার প্রত্যয়ে ১শ সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।