দেশের অর্থনীতিতে এখনও নিশ্চিত হয়নি নিরাপদ অভিবাসন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের অর্থনীতিতে এখনও নিশ্চিত হয়নি নিরাপদ অভিবাসন। গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও নিয়মিত প্রতারিত হচ্ছেন প্রবাসীরা। অনেক ক্ষেত্রেই মিলছে না প্রতিশ্রুত কাজ ও মজুরি। এ খাতে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার নারী কর্মীরা।
কর্মসংস্থানসহ নানা কারণে প্রতিবছর অভিবাসী হচ্ছেন লাখ লাখ মানুষ। বর্তমানে সারা বিশ্বে এ সংখ্যা ২৮ কোটির ওপরে। যা মোট জন সংখ্যার সাড়ে ৩ শতাংশের বেশি। সংঘাত সহিংসতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছরই বাড়ছে এ সংখ্যা। অভিবাসীদের বড় অংশই দক্ষিণ এশিয়ার। গেল কয়েক দশকে কাজের সন্ধানে বিদেশ গেছেন সোয়া এক কোটির বেশি বাংলাদেশি। ৯০ দশকে পুরুষ কর্মীর পাশাপাশি যুক্ত হয়েছেন নারী কর্মীরাও। তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নানা হয়রানি ও প্রতারণার স্বীকার হন এসব কর্মীরা। বাড়তি অভিবাসন ব্যয়ে বিদেশ গিয়েও মেলে না কাঙ্খিত মজুরি ও কাজ।