দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, প্রার্থনা করতে ইমামদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে, ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় ইমাম সম্মেলন ২০২৩ এবং ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পবিত্র মসজিদে নববীর ইমাম শেখ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াজান। এসময় সফররত এই মুফাসসিরে কুরআন ইমামদের উদ্দশ্যে তার সংক্ষিপ্ত বক্তব্য দেন। সৌদি আরবের পবিত্র এই মসজিদের ইমামের এই সফর বাংলাদেশের জন্য পরম সৌভাগ্য মন্তব্য করে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।