দেশের এই দুর্দিনে শ্রমিক ছাটাই না করার আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে, আজ দেশের এই দুর্দিনে তাদের ছাটাই না করার আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তিনি বলেছেন,ছাটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মরার ওপর খাড়ার ঘা’র মতো অবস্থা হবে। অন্যদিকে করোনাকালে সংবাদকর্মীদের ছাঁটাই না করা অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সরকারি বাসভবনে সকালে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুধু ব্যবসা চিন্তা না করে ,অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মি হয়ে ছাঁটাই না করার জন্য শিল্প মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
দূরপাল্লার গণপরিবহনে অভিযোগ না থাকলেও সিটি সার্ভিসে ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,মালিক শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।
দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাথে মত বিনিময় করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, যারা ইতিহাসকে অস্বীকার করে, তারা ইতিহাসের আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত হবে। করোনার এই দুঃসময়ে কোন সংবাদকর্মীকে চাকরিচ্যুত না করতে গণমাধ্যমমালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।