দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে

- আপডেট সময় : ০৮:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বছরের প্রথম কালবৈশাখী ঝড় দেখলো দেশবাসী। কয়েকদিনের ভ্যাপসা গরম আর তাপদাহের পর রাজধানীতে দমকা হাওয়ার সাথে হঠাৎ শুরু হয় বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। হঠাৎ ঝড়-বৃষ্টিতে কর্মজীবীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।
এতে তীব্র যানজট শুরু হয় রাজধানী জুড়ে। ভোরে এয়ারপোর্ট এলকায় ঘন্টায় প্রায় ৭০কিলোমিটার গতিবেগে এ বজ্রঝড় শুরু হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয় ৫৯ মিলিমিটার। এই দিকে ঝড়ে নদী উত্তাল হওয়ায় অভ্যন্তরীন নৌ-রুটে দুই নাম্বার সর্তকতা সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। আগমী ২৪ এপ্রিল থেকে বজ্রঝড় আরো হ্রাস পাবে বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, এপ্রিল এবং মে মাস জুড়েই বজ্রঝড়সহ বৃষ্টি থাকতে পারে দেশজুড়ে।