দেশের কোন সরকারী পাটকল আর বিক্রি হবে না
- আপডেট সময় : ০৭:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দেশের কোন সরকারী পাটকল আর বিক্রি হবে না। ব্যক্তি খাতের অংশীদারির ভিত্তিতে পুরনো শ্রমিক দিয়ে আবারো পাটকল চালু হবে বলে জানিয়েছেন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। অন্যদিকে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ মাসেই শ্রমিকদের দেয়া হবে জুনের বেতন। দুপুরে ঢাকার সিদ্ধেশ্বরীতে পাটমন্ত্রীর বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুই মন্ত্রী।
পাট উৎপাদনের ইতিহাস গত তিনশ বছরের। বাংলার গর্বের ইতিহাস- সোনালী আঁশ হিসেবে খ্যাত। সেই পাটকলগুলোর উৎপাদন আনুষ্ঠানিক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে, সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আপাতত বন্ধ করা হয়েছে। কোনো পাটকল বিক্রি করা হবে না, অংশীদারি ভিত্তিতে এগুলো আবারো চালু করা হবে।
সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই কোন পাটকল বন্ধ হবে না সবাই পুনর্বার্সিত হবেন।
একই অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাটমন্ত্রী বলেন, পাটকল শ্রমিকদের ঠকানো হবে না। তাদের দুই ধাপে টাকা দেয়া হবে। অর্ধেক নগদ আর অর্ধেক সঞ্চয়পত্রের মাধ্যমে। তাই বিজেএমসির কাছে অবিলম্বে ব্যাংক হিসাব নম্বর জানাতেও অনুরোধ জানান গোলাম দস্তগীর গাজী।