দেশের ক্রিকেটে নতুন ইতিহাস
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সাদা জার্সি আর লাল বলের টেস্টটাই বছরের শুরুটা রঙিন করে দিলো বাংলাদেশকে। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারালো টাইগাররা। টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের ক্রিকেটে নতুন ইতিহাস। ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। ক্রিকেটের এলিট ফারম্যাট টেস্টে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে জয় এনে দেন মুমিনুল বাহিনী। মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে দুই ম্যাচের সিরিজে লিড বাংলাদেশের। নিউজিল্যান্ডের দেয়া মাত্র ৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই সেশন হাতে রেখে জয় বাংলাদেশের। এর আগে, এবাদতের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৬ উইকেটে নিয়ে কিউই শিবিরে ধস নামান এবাদত। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩২৮ রানের জবাবে ৪৫৮ রান করে বাংলাদেশ।